২৪শে আগস্ট, ২০১৬ ইং, বুধবার ৯ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


চাকরিতে ফিরতে চান বাবুল আক্তার


Amaderbrahmanbaria.com : - ১৯.০৮.২০১৬

নিউজ ডেস্ক : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পর অব্যাহতিপত্রে জোর করে স্বাক্ষর নেয়া হয়েছে দাবি করে আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার বলেছেন, তিনি চাকরিতে ফিরতে চান।

চাকরি ফিরে পেতে দুই দফা করা আবেদনে এমনটি দাবি করেছেন তিনি। বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন এসপি বাবুল।

তিনি বলেন, চাকরি ফিরে পাওয়ার আশায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে দুই দফায় আবেদন করেছেন।

গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদনে এসপি বাবুল বলেন, গত ২৪ জুন পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে, বাধ্য হয়ে তাকে চাকরির অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে হয়। এ পত্র তিনি স্বেচ্ছায় দাখিল করেননি।

এছাড়া গত ৪ আগস্ট পুলিশ সদর দফতরে কাজে যোগদানের অনুমতি চেয়েও তিনি আবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাবুল আক্তারের আবেদনপত্র প্রাপ্তির তথ্য স্বীকারও করেছেন।

তবে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে তার মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে দেশের বাইরে আছেন।

প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। সূত্র: যুগান্তর





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close