স্পোর্টস ডেস্ক :বেধে দেয়া সময়ের মধ্যেও কাজে যোগ না দেয়ায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছে ক্রিকেট বোর্ড।
১৬ আগস্টের মধ্যে তাকে কাজে যোগ দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে কাজে যোগ না দেয়ায় শ্রীলঙ্কার এই কোচের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের জাতীয় দলের ১৬ আগস্ট থেকে ক্যাম্পিং শুরুর আগেই তাকে যোগ দিতে বলা হয়েছিল।
বিসিবির নির্বাহী পরিচালক নিজামুদ্দিন চৌধুরী এএফপিকে জানিয়েছেন, ”কাজে যোগ দেয়ার জন্য আমরা তাকে সময় বেধে দিয়েছিলাম। কিন্তু তিনি কোন সাড়া দেননি। এ কারণে আমরা তার চুক্তিটি বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এএফপি বলছে, ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কালপাগে।
ওই হামলায় ২২জন মারা যায়, যাদের বেশিরভাগই বিদেশী।
তবে ছুটি শেষে কিছুদিন আগেই কাজে যোগ দিয়েছেন অপর দুই শ্রীলঙ্কান কর্মকর্তা, প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে এবং প্রশিক্ষক মারিও ভিল্লাভারায়ন। কাজে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ জিম্বাবুয়ের রিচার্ড হ্যালসেলও।
বাংলাদেশের জাতীয় দলে সহকারী কোচ হিসাবে দুই বছরের চুক্তিতে রুয়ান কালপাগে যোগ দেন ২০১৪ সালের আগস্টে।
এ বছরের শুরুর দিকে তার সাথে চুক্তিটি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল।