শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে মেঘনা নদীতে জেটি নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে জেটি নির্মাণের জন্য রাখা সব সামগ্রী সাত দিনের মধ্যে অপসারণ ও স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নদীর অভ্যন্তরে মাটি ভরাট, দখল ও জেটি নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে জেলার পুলিশ সুপার ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন। রুলে নদী দখল করে জেটি নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নদী দখল করে যাতে কেউ মাটি ভরাট করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আশুগঞ্জ থানার ওসি ও বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়। ‘আওয়ামী লীগ-বিএনপি জয়েন্ট ভেঞ্চার, মেঘনার বুকে অবৈধ জেটি’ শিরোনামে ১০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী পরদিন রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার মাদক ধ্বংস

জেলা প্রশাসককে সংবর্ধনা দিয়েছে খড়মপুর মাজার কমিটি

উচ্চশিক্ষা যেনো সার্টিফিকেট সর্বস্ব এবং বানিজ্যিক পন্য না হয় -রাষ্ট্রপতি

আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগে বর্ধিত সভা অনুষ্ঠিত

আশুগঞ্জে আনিছুর রহমানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

এরশাদের জোট থেকে মনোনয়ন চান খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ যুবায়ের আহমদ আনছারী

টাকা দিতে সহকর্মীদের বাধ্য করেন এএসপি!

জাতীয় পার্টি আজ আপনাদের পরিশ্রমে  অনেক শক্তিশালী —কর্মী সভায় জামাল রানা 

সরাইলে অবৈধ বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন কারণে নয়জন গ্রাহকের বিরুদ্ধে মামলা