ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার মাদক ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া দুই কোটি টাকারও বেশি মূল্যের জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজ রোববার বিকেলে রোলারের মাধ্যমে আদালত পাড়ায় এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধবংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ৮শ ৬১ কেজি গাঁজা, ৪৭হাজার ৫শ ৪৯ পিস ইয়াবা, ১২শ ৮০ বোতল ফেন্সিডিল, ১২শ ১১ বোতল স্কফ সিরাফ, ১২শ ৯৭ বোতল বিদেশী মদ, ১শ লিটার চোলাই মদ রয়েছে।
এসব মাদকদ্রব্য ধ্বংসকালে ঘটনাস্থলে উপস্থিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাসুদ পারভেজ জানান, মোট ২ কোটি ১১ লাখ টাকার জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। এসব মাদক দ্রব্য সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। আদালতের পক্ষ থেকে মাদকের ব্যপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে তা অব্যাহত থাকবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শোশারফ হোসাইন, শরাফ উদ্দিন আহমেদ সহ অন্যান্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান।