শিল্প সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলো উজ্জীবিত হয়ে কাজ করছে : পৌর মেয়র মিসেস নায়ার কবীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা মেয়র মিসেস নায়ার কবীর বলেছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সংগঠন উজ্জীবিত হয়ে ভ’মিকা রাখছে। বৈশাখী শিল্পী গোষ্টী শুধুমাত্র সংগীতচর্চাই নয় নান্দনিক শিল্পকর্ম সহ বিভিন্ন কর্মকান্ডে কাজ করছে, বিশেষ করে জেলার মেধাবীদের সংবর্ধনা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন সাহিত্য সংস্কৃতি বিকাশে সকলেরই আন্তরিকতা প্রয়োজন। নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংগঠন বৈশাখী শিল্পী গোষ্ঠীর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,চারু শিল্পী আশহাবুর রেজাকে সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সুর সম্রাট দিআলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি জয়দুল হোসেন। বৈশাখী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন,জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসীম উদ্দিন জমশেদ। শুভেচ্ছা জ্ঞাপন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি চিত্রশিল্পী মোহাম্মদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফারুক আহমেদ পারুল। অনুষ্ঠানে শান্ত মরিয়ম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের প্রশিক্ষক আশহাবুর রেজাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময়ে অনূভ’তি ব্যক্ত করেন চিত্রশিল্পী আশহাবুর রেজার পিতা এস এম নাসের বাহার।
মনোরম পরিবেশে বর্নাঢ্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বৈশাখীর শিল্পী মোহাম্মদ হোসেন, ফারুক আহমেদ পারুল, এস এম নাসের বাহার, রিক্তা চক্রবর্তী, সাদিয়া আফরিন, সাদিয়া, তানহা। অতিথি শিল্পী ছিলেন শাহীনুজ্জামান, আশহাবুর রেজা,জয়নাল আবেদীন, দেবাশীষ দেবু,এস আই নারায়ণ শেখ মিতু, ফারিয়া তৃষা,স্মৃতি বাসির,সামান্তা,অরূপ রায় অপু,যন্ত্র শিল্পী ছিলেন দিলীপ বণিক,আব্দুর রাহিম ,সুদীপ্ত সাহা মিঠু,প্রশান্ত সাহা, মোঃ ইব্রাহিম,বিপু মুন্সী,আশিকুর রহমান জেবিন, বায়োজিদ।অনুষ্ঠানে বৈশাখী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা শেখ মোঃ ফরিদ, হাফিজুর রহমান খসরু,সৈয়দ আমানুর রেজা,সামসুল হক বাবু, আনিসুর রহমান রুহেল,যাদুকর রুহুল আমীন সেলিম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।