যে কারণে নির্বাচন করছেন না জামায়াতের আমির
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নিলেও দলটির আমির মকবুল আহমাদ প্রার্থী হচ্ছেন না।
দলীয় সূত্রে জানা গেছে, বয়স ও অসুস্থতার কারণে নির্বাচন থেকে বিরত থাকছেন তিনি।
মকবুল আহমাদের সংসদীয় এলাকা ফেনী। ১৯৯১ সালে ফেনী-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান তিনি।
২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ নেন মকবুল আহমাদ।
জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-১৯ কার্যকালের জন্য তাকে সংগঠনটির আমির হিসেবে নির্বাচিত করেন।
২০১৬ সালের আগে প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন মকবুল আহমাদ।
মকবুল আহমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপূর ইউনিয়নের ওমরাবাদে।
পেশায় তিনি স্কুলশিক্ষক ছিলেন। ফেনী মডেল হাইস্কুলের শিক্ষকতা থেকে অবসরের পরই জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন।
জামায়াতের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, কেন্দ্রীয়ভাবে অনুরোধ করা হলেও মকবুল আহমাদ নির্বাচনে রাজি হচ্ছেন না। শারীরিক ও বয়সের কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে বিরত রয়েছেন।যুগান্তর