মঙ্গলবার, ২০শে নভেম্বর, ২০১৮ ইং ৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক : বছর না পেরুতেই আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয়রা সফর করেছিল বাংলাদেশ। ওই সিরিজে ছিল দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সিরিজের দুই টেস্টে হারলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ২-১, ২-১ ম্যাচে সিরিজ জিতে নেয় টাইগাররা।

ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়াও রয়েছে টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। রয়েছে একদিনেরও একটি প্রস্তুতি ম্যাচ।

টেস্ট সিরিজের আগে দুই দিনের (১৮-১৯ নভেম্বর) প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

প্রথম টেস্ট ২২-২৬ নভেম্বর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
ওয়ানডে সিরিজ শুরুর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। শুরু হবে সকাল ৯টায়।
প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।
দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।
তৃতীয় ওয়ানডে, ১৪ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
তিনটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির। শুরু হবে দুপুর ২টা থেকে।
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের সবকটাই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
প্রথম টি-টোয়েন্টি ১৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।
তৃতীয় টি-টোয়েন্টি ২২ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।

এ জাতীয় আরও খবর

চামেলীর পাশে এখন কেউ নেই?

যুবরাজ সালমানের ঘনিষ্ঠদের ওপর নিষেধাজ্ঞা জার্মানির

পা দিয়ে লিখে পরীক্ষা দেয় অদম্য সিয়াম

সালমান নারীর জন্য ঘোড়ার ডিম করবেন : তসলিমা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ চান ব্যারিস্টার রুমিন ফারহানা

এমপি বদির স্ত্রীকে সংবর্ধনা দিতে টেকনাফ সীমান্তে প্রস্তুতি

একসঙ্গে ৪ শিশুর জন্ম

উইন্ডিজ সিরিজ: টেস্ট দলে আরও এক নতুন মুখ

শেষ পর্যন্ত ৪ রানে হারল পাকিস্তান !