লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অবকাঠামো বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এসময় লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিএনপি সুষ্ঠ নির্বাচন চায় এটা তাদের আচরণে প্রকাশ পায় না।
নির্বাচন নিয়ে বিএনপির যে সহিংস অবস্থান ছিল সেটা নয়াপল্টনের ঘটানায় আবারেও প্রমাণিত হয়েছে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি জানান, দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের মনোনয়ন। শরিকদের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সব মনোনয়ন চূড়ান্ত করা হবে।
যেসব জায়গায় শরিকদের যোগ্য প্রার্থী থাকবে সেখান থেকে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের সরিয়ে নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ জাতীয় আরও খবর

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইন্টারনেট বন্ধের অভিযোগ

নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ-চিন্তা বুঝতে চায় ভারত

১০ জন সাবেক সেনা কর্মকর্তা গণফোরামে, নির্বাচনও করবেন

বিবিসির অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় সেই হৃদয়ের মা

খেলোয়াড় রেফারি হতে পারেন না : ড. কামাল

তারেকের বিষয়ে ইসির কিছুই করার নেই

শেষ পর্যন্ত ৪ রানে হারল পাকিস্তান !

দেশে সকল পর্নো সাইট ব্লক করার নির্দেশ
