ওমরাহ্ পালন করতে যাচ্ছেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে যে ছিটকে পড়েন তারপর আর মাঠে নামা হয়নি তার।
এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজও কেটেছে মাঠের বাইরে। ওই সিরিজে না খেললেও নিজেকে তৈরি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য।
কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও উন্নত হয়নি পাঁজরের ব্যথার।
তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় তামিমকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সময়টা কাজে লাগাতে চাইছেন ওমরাহ্ পালনের মাধ্যমে। আজ শনিবার রাতে সৌদির উদ্দেশে রওনা করবেন তিনি। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্ পালন করেন তামিম ইকবাল।