মঙ্গলবার, ২০শে নভেম্বর, ২০১৮ ইং ৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিন অনুপস্হিত ১৯৭ পরীক্ষার্থী 

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ১৯৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে প্রাথমিকে ১৫১ এবং ইবতেদায়ী পরীক্ষায় ৪৬ জন।  অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩২ এবং ছাত্রী ৬৫ জন। আজ রোববার উপজেলার ১১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, এবছর আখাউড়া উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও ২৩৭টি কিন্ডার গার্টেন থেকে পিএসসি ও পিইসি পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৬০৬জন। এরমধ্যে পিএসসিতে ৩হাজার ৩৯০ এবং পিইসি ২১৬জন।

এদিকে আজ সকালে আখাউড়া নাছরীন নবী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম।

আখাউড়া প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম শিক্ষার্থীদের অনুপস্থিতির ব্যাপারে অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্রতা বড় কারণ বলে জানান।