মঙ্গলবার, ২০শে নভেম্বর, ২০১৮ ইং ৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবহেলিত এক বৃদ্ধের পাশে দাঁড়ালেন  ওসি সেলিম উদ্দিন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  অসহায় এক বৃদ্ধের পাঁশে ড়ালেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন।মো: আলী মিয়া নামক এই বৃদ্ধের  বয়স এখন  একশ’ত তের বছরের  মত। সে সদর উপজেলার শালগাওঁ গ্রামের বাসিন্দা। তার পরিবারে এখন ছেলের বউ আর নাতী-নাতনীন ছাড়া নিজের কাছের আপনজন বলতে তেমন কেউ বেচেঁ নেয়। আলী মিয়ার দুই ছেলেও গত কয়েকবছর আগে মারা যায়। দীর্ঘ এপরিসরে বয়সের বাড়ে অনেকটা অযন্ত্র আর অবহেলার জীবনের কঠিন প্রহর গুণছেন তিনি এখন।
এ বিষয়ে সদর থানার (ওসি) মুহাম্মদ  সেলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলী মিয়া নামক এ বৃদ্ধ লোকটি শুক্রবার বিকালে আমার কাছে এসেছিল। প্রথমে তাকে আমি হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্হা করি। পরে ছেলে বউ ও নাতী-নাতনীনদের ডেকে এনে বলি তাদের পাশাপাশি তাঁর যতটুকু ভরণ-পোষণ দরকার এখন থেকে আমি তা করব।এটার দায়িত্ব আমি নিলাম।  ওসি আরো বলেন, আমাদের মত যারা আছেন তারা যদি নিজের অবস্হান থেকে সমাজের এসব বয়স্ক বৃদ্ধ মানুষগুলোর পাশে দাঁড়ায় আর যার যার সার্মথ্য অনুযায়ী দায়িত্ব পালন করি তাহলে  আলী মিয়ার অনেকেই হয়ত জীবনের শেষ বেলায় একটু ভাল থাকবে পারবে।

এ জাতীয় আরও খবর

চামেলীর পাশে এখন কেউ নেই?

এক গ্রামেরই ৫ প্রার্থী! চার নারীসহ আওয়ামী লীগের ২৪ জন

যুবরাজ সালমানের ঘনিষ্ঠদের ওপর নিষেধাজ্ঞা জার্মানির

পা দিয়ে লিখে পরীক্ষা দেয় অদম্য সিয়াম

সালমান নারীর জন্য ঘোড়ার ডিম করবেন : তসলিমা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ চান ব্যারিস্টার রুমিন ফারহানা

এমপি বদির স্ত্রীকে সংবর্ধনা দিতে টেকনাফ সীমান্তে প্রস্তুতি

একসঙ্গে ৪ শিশুর জন্ম

শেষ পর্যন্ত ৪ রানে হারল পাকিস্তান !