আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যলয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে চিকিৎসা সেবার কার্যক্রমের উদ্ভোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা।
ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, ব্যবসায়ী ইকবাল হোসেন, ডা. শাহজাহান ভূইয়া ও রেজাউল আযাদ প্রমূখ।
চিকিৎসা সেবা কার্যক্রমে ঢাকা থেকে আসা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে বিকাল পর্যন্ত দুই হাজারেরও বেশী রোগীকে এই সেবা প্রদান করেন। এসময় রোগীদের বিভিন্ন ঔষধ প্রদান করা হয়। সার্বিক তত্তাবধানে ছিলেন চিকিৎসক মোকতাদির সাইদ সানি, শ্রাবনী শাহজাহান ও মারভিন হাসান অনিক।