মঙ্গলবার, ২০শে নভেম্বর, ২০১৮ ইং ৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যলয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে চিকিৎসা সেবার কার্যক্রমের উদ্ভোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা।

ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, ব্যবসায়ী ইকবাল হোসেন, ডা. শাহজাহান ভূইয়া ও রেজাউল আযাদ প্রমূখ।

চিকিৎসা সেবা কার্যক্রমে ঢাকা থেকে আসা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে বিকাল পর্যন্ত দুই হাজারেরও বেশী রোগীকে এই সেবা প্রদান করেন। এসময় রোগীদের বিভিন্ন ঔষধ প্রদান করা হয়। সার্বিক তত্তাবধানে ছিলেন চিকিৎসক মোকতাদির সাইদ সানি, শ্রাবনী শাহজাহান ও মারভিন হাসান অনিক।

 

এ জাতীয় আরও খবর

এক গ্রামেরই ৫ প্রার্থী! চার নারীসহ আওয়ামী লীগের ২৪ জন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ চান ব্যারিস্টার রুমিন ফারহানা

বাঞ্ছারামপুরে ৭ হাজার পরীক্ষার্থীর প্রাথমিক সমাপনী অংশ নিচ্ছেন

নাসিরনগরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৩৭৫ জন

ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে অনলাইন জরিপে অধ্যক্ষ শাহজাহান সাজু বিপুল ভোটে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটি খুঁড়ে মিলল ১৪১ ভরি সোনা!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাই হওয়া ১শ ৪১ ভরি স্বর্ণসহ ২ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অবহেলিত এক বৃদ্ধের পাশে দাঁড়ালেন  ওসি সেলিম উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় হলি চাইল্ড স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা