সৌদি সাংবাদিক খাশোগিকে হত্যার প্রমাণ দিল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক : ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার প্রমাণ (রেকর্ডিং) সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সৌদি রাজ পরিবারের সমালোচক বলে পরিচিত জামাল খাশোগিকে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা কর হয়।
খাশোগিকে কে বা কারা হত্যা করেছে সৌদি আরব তা জানে বলে দাবি করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেপ্তার করে সৌদি সরকার।
এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সৌদি আরবের ১৫ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করে। তবে সৌদি রাজপরিবার এই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।