জোটবদ্ধভাবে নির্বাচন করলে ৩ দিনের মধ্যে জানাতে হবে
কোনো রাজনৈতিক দল জোটগতভাবে প্রার্থী দিলে তা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা জানান।হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে আমরা চিঠি দিচ্ছি আজ। যারা জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান, তারা আগামী তিন দিনের মধ্যে জানাবেন, তারা কোন জোটে গিয়ে নির্বাচন করবেন।’
নিবন্ধিত নয় এমন কোনো রাজনৈতিক দল যদি নিবন্ধিত দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে চায়, সে ক্ষেত্রে কী হবে—জানতে চাইলে সচিব বলেন, ‘ইসির কিছু করার থাকবে না। এ বিষয়ে কোনো আইনও নেই।’হেলালুদ্দীন আহমদ বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই আগামী সাত দিনের মধ্যে জেলা, উপজেলা এবং সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যেখানে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ও আলোকসজ্জা আছে, সেগুলো অপসারণ করার জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পৌরসভার মেয়রদের আমরা অপসারণের জন্য নির্দেশ দিয়েছি।’
‘আগামী ৭ দিনের মধ্য যারা এগুলো উত্তোলন করেছেন, তারা স্বউদ্যেগে এগুলো নামিয়ে ফেলবেন। আর তা যদি নামিয়ে অথবা ভেঙে না ফেলেন, তবে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ের তারা দণ্ডিত হবেন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ইসি সচিব বলেন, ‘মোট ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছি আমরা। ৬৪টি জেলার জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রো এলাকায় স্থানীয় বিভাগীয় কমিশনারকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৮০ জনের মতো উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা অথবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে, তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।’
সচিব আরো বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণার সুযোগ থাকে; কিন্তু প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনের প্রচার করতে পারবেন না। যদি এটার ব্যত্যয় ঘটে, তবে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’