সোমবার, ১২ই নভেম্বর, ২০১৮ ইং ২৮শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সাদা পোশাকে ১৮ বছরের বাংলাদেশের প্রাপ্তি

২০০০ সালের ১০ নভেম্বর। সাদা পোশাক পড়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমেছিল এক ঝাঁক তরুণ ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের কাছে খুব অপরিচিত মুখগুলোর সেদিন প্রতিপক্ষ ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত।সেদিনের অপরিপক্ব বাঘগুলো আজ হাঁটি হাঁটি পা পা করে ১৯ বছরে পা রাখল।২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল ভারত। যে দলে জাভাগাল শ্রীনাথ, অজিত আগারকার, জহির খানদের মতো বোলাররা ছিল, তাঁদের সামনে ৪০০ রান করে বিশ্বকে একটা আগমনী বার্তাই দিয়ে রেখেছিল বাংলাদেশ। যদিও শেষমেশ ম্যাচটি হেরেছিল ৯ উইকেটে।১৯ বছরের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশ কী পেয়েছে কী পায়নি তার হিসাব কষলে প্রাপ্তির খাতায় ফেল মার্কই আসবে। ১০৯ টেস্টে ১০ জয় আর ১৬ ড্রকে যদি প্রাপ্তি বলা হয় তবে ৮৩ পরাজয়ে সেই খাতায় ৩৩ মার্কও পায়নি লাল-সবুজের দলটি।এই ১৯ বছরে ওয়ানডে ক্রিকেট যেভাবে দুহাত ভরে দিয়েছে সেই তুলনায় টেস্ট ক্রিকেট দিয়েছে শুধু হতাশা। ওয়ানডেতে যদি বাংলাদেশকে বলা হয় পরাশক্তি তবে টেস্টে এসে সেই বাংলাদেশই এখনও শিক্ষানবিশ।৫ বছর ও ৩৪ ম্যাচ পর টেস্টে প্রথম জয়ের সাধ পায় টাইগাররা।২০০৫ সালের ৬ জানুয়ারি ভেঙে পড়া জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল সেদিনের হাবিবুল বাশার বাহিনী। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় জয়টি দেখতে অপেক্ষা করতে হয় আরও ৪ বছর। ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই জয়ের মহত্ত্ব অনেকটা কমে যায়, যখন বলা হয় ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দরপল বিহীন দলকে দ্বিতীয় সারির দল।১৯ বছরে এই ১০ জয়ের তালিকায় প্রতিপক্ষ হিসেবে ক্রিকেট সৃষ্টিকারী দুদল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও রয়েছে একবার করে। সবচেয়ে বেশি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ বার। দুবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে আর বাকি জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে।\

পাঠকদের জন্য একনজরে তুলে ধরা হলো বাংলাদেশের সেই প্রতীক্ষিত ১০টি জয়ের স্কোর কার্ড:

প্রথম জয় ৬ জানুয়ারি ২০০৫, চট্টগ্রাম টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ৪৮৮/১০   (হাবিবুল বাশার- ৯৪)জিম্বাবুয়ে প্রথম ইনিংস-  ৩১২/১০   ( মোহাম্মদ রফিক- ৫/৬৫)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২০৪/৯ ডি (হাবিবুল বাশার- ৫৫)জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস-  ১৫৪/১০   (এনামুল হক জুনিয়র- ৬/৪৫)ফল: বাংলাদেশ ২২৬ রানে জয়ীম্যাচ সেরা: এনামুল হক জুনিয়রদ্বিতীয় জয় ০৯ জুলাই ২০০৯, কিংস্টন টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ২৩৮/১০   (মাশরাফি- ৩৯)ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৩০৭/১০   ( মাহমুদুল্লাহ- ৩/৫৯)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৩৪৫/১০   ( তামিম- ১২৮)ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ১৮১/১০   ( মাহমুদুল্লাহ- ৫/৫১)ফল: বাংলাদেশ ৯৫ রানে জয়ীম্যাচ সেরা: তামিম ইকবালতৃতীয় জয় ১৭ জুলাই ২০০৯, গ্রেনাডা টেস্টওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২৩৭/১০   ( মাহমুদুল্লাহ- ৩/৪৪)বাংলাদেশ প্রথম ইনিংস-     ২৩২/১০     ( মুশফিকুর- ৪৮)ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ২০৯/১০  ( সাকিব- ৫/৭০)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-     ২১৭/৬    ( সাকিব- ৯৬)ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ীম্যাচ সেরা: সাকিব আল হাসানচতুর্থ জয়২৫ এপ্রিল ২০১৩, হারারে টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ৩৯১/১০  ( সাকিব- ৮১)জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৮২/১০   ( রবিউল- ৫/৮৫)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৯১/৯ ডি ( মুশফিকুর- ৯৩)জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ২৫৭/১০    (জিয়াউর- ৪/৬৩)ফল: বাংলাদেশ ১৪৩ রানে জয়ীম্যাচ সেরা: মুশফিকুর রহিমপঞ্চম জয় ২৫ অক্টোবর ২০১৪, ঢাকা টেস্টজিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৪০/১০   ( সাকিব- ৬/৫৯)বাংলাদেশ প্রথম ইনিংস- ২৫৪/১০   ( মুশফিকুর- ৬৪)জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ১১৪/১০   ( তাইজুল- ৮/৩৯)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১০১/৭   (মাহমুদুল্লাহ- ২৮)ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ীম্যাচ সেরা: তাইজুল ইসলামষষ্ঠ জয় ৩ নভেম্বর ২০১৪, খুলনা টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ৪৩৩/১০   ( সাকিব- ১৩৭)জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ৩৬৮/১০    ( সাকিব- ৫/৮০)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৪৮/৯ ডি ( ময়লাহীন- ৭১)জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ১৫১/১০    ( সাকিব- ৫/৪৪)ফল: বাংলাদেশ ১৬২ রানে জয়ীম্যাচ সেরা: সাকিব আল হাসানসপ্তম জয় ১২ নভেম্বর ২০১৪, চট্টগ্রাম টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ৫০৩/১০   ( ইমরুল- ১৩০)জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ৩১৪/১০    ( যুবায়ের- ৫/৯৬)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৩১৯/৫ ডি ( মমিনুল- ১৩১)জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ২৬২/১০    (রুবেল- ১৬/২)ফল: বাংলাদেশ ১৮৬ রানে জয়ী      ম্যাচ সেরা: মমিনুল হকঅষ্টম জয় ২৮ অক্টোবর ২০১৬, ঢাকা টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ২২০/১০   ( তামিম- ১০৪)ইংল্যান্ড প্রথম ইনিংস-   ২৪৪/১০   ( মিরাজ- ৬/৮২)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৯৬/১০  ( ইমরুল- ৭৮)ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস-   ১৬৪/১০   (মিরাজ- ৬/৭৭)ফল: বাংলাদেশ ১০৮ রানে জয়ীম্যাচ সেরা: মেহদি হাসান মিরাজনবম জয় ১৪ মার্চ ২০১৭, কলোম্বো টেস্টশ্রীলঙ্কা প্রথম ইনিংস-   ৩৩৮/১০   ( মিরাজ- ৩/৯০)বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৬৭/১০   ( সাকিব- ১১৬)শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস-   ৩১৯/১০    ( সাকিব- ৪/৭৪)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৯১/৬    (তামিম- ৮২)ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ীম্যাচ সেরা: তামিম ইকবালদশম জয় ২৭ অগাস্ট ২০১৭, ঢাকা টেস্টবাংলাদেশ প্রথম ইনিংস- ২৬০/১০   ( সাকিব- ৮৪)অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ২১৭/১০   ( সাকিব- ৫/৬৮)বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২২১/১০   ( তামিম- ৭৮)অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ২৪৪/১০   (সাকিব- ৫/৮৫)ফল: বাংলাদেশ ২০ রানে জয়ীম্যাচ সেরা: সাকিব আল হাসান

আরটিভি অনলাইন