বৈঠকে ২০ দল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন।লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে জোটের এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতের আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ন্যাপের এমএন শাওন সাদেকী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমুখ অংশ নিয়েছেন।
এছাড়া সদ্য ২০ দলে যুক্ত হওয়া পিপলস পার্টি অব বাংলাদেশের আহ্বায়ক রিটা রহমান, জাতীয় জনদলের চেয়ারম্যান ইহসানুল হুদা, মাইনরিটি পার্টির সাধারণ সম্পাদক সুপ্রীতি কুমার।