সোমবার, ১২ই নভেম্বর, ২০১৮ ইং ২৮শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পকেটে হাত দিয়ে এবার বিতর্কে এড্যাম জাম্পা

স্পোর্ট্টস ডেস্ক : বিতর্কের অন্য নাম অস্ট্রেলিয়া ক্রিকেট। সমীকরণ টা এখন একেবারেই মিলে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বেলায়। একের পর এক বিতর্কে টালমাটাল অস্ট্রেলিয়া ক্রিকেট।চলতি বছরের মার্চে কেপ টাউন টেস্টে বল বিকৃতি ঘটনা এ বছরের টক অফ দ্যা টাউন। শিরিষ কাগজ দিয়ে বলের স্বাভাবিক আকৃতি নষ্টের চেষ্টায় সেসময় নিষিদ্ধ হয়েছিলেন নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রাফট।ভেঙে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট কাঠামো। তোপের মুখে পদত্যাগ করেছেন তৎকালীন কোচ ড্যারেন লেম্যান ও প্রধান নির্বাচক। টানা পরাজয়ে দিশেহারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ডেভিড পিভার, তার আগে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও সরে গেছেন। পদত্যাগ করেছেন ডিরেক্টর মার্ক টেলরও।কথায় আছে ‘ ঢেঁকি সর্গে গেলেও ধান ভাঙ্গে’ এবার এই প্রবাদ বাক্যের প্রমাণ দিল অজি লেগ স্পিনার এড্যাম জাম্পা।প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় আবারো পকেটে হাত দিয়ে বিপাকে পড়ে ২৬ বছর বয়সী এই ডান হাতি স্পিনার।ম্যাচের ৪২ তম ওভারের শুরুতে দেখা যায় জাম্পা পকেট থেকে হাত বের করে বলের শাইনিং বাড়ানোর চেষ্টা করছেন। ভাইরাল হয় সেই ভিডিওর অংশটুকু।এ ব্যাপারে এখনও কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনা যে ক্রিকেট অস্ট্রেলিয়া জন্য যে আরও একটা অশনি সংকেত তা বোঝাই যাচ্ছে।

Embedded video