ঢাকা অচলের কর্মসূচি চায় কর্মীরা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা অচলের কর্মসূচি চান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। রাজশাহী আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশে তিন জন বক্তা কেন্দ্রীয় নেতাদের কাছে এ আহ্বান জানান।বক্তারা বলেন, ‘আন্দোলন চাই, নির্দেশনা দেন। এক দফার কর্মসূচি চাই। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না । এই সমাবেশের পর আন্দোলনের প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেযা হচ্ছে সমাবেশ থেকে।’
নেতারা বলেন, ‘আজকের জনসভা পণ্ড করার জন্য সরকার রাজশাহী অভিমুখে বাস, ট্রাক, ট্র্বেন সব বন্ধ করে দেয়া হয়েছে।’ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনার বিচার চাই , খালেদা জিয়া কারাগারে শেখ হাসিনা বাইরে থাকতে পারে না। শেখ হাসিনাকেও জেলে যেতে হবে।’
সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন জগলুর হায়দার আফ্রিক, শহীদুল্লাহ কায়সার, আব্দুল গোফরান, শাহজাহান মিয়া, আব্দুর রফ ইউছুপ, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান ইরান, হারুনুর রশিদ, নাদিম মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার, শাহ আহমদ বাদল, মোস্তাক আহমেদ, এটি এম গোলাম, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রফিকুল ইসলাম, সৈয়দা আশ্রাফি পাপিয়া প্রমুখ।সূত্র: ব্রেকিংনিউজ