হজ পালন করতে পারছেন না ফিলিস্তিনিরা
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি নাগরিকদের সৌদি আরবে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেছে। ফলে এমনকি হজ পালনের জন্যও সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না ফিলিস্তিনিরা।
এর আগে ১৯৭৮ সাল থেকে ফিলিস্তিনের মুসলমানরা জর্ডান, লেবাননের অস্থায়ী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারতেন। সম্প্রতি সৌদি আরব তার দেশের পাসপোর্টের নীতিতে পরিবর্তন এনেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এ নীতি কার্যকর করা হচ্ছে। ফলে ফিলিস্তিনিদের আর হজ পালনের সুযোগ নেই।
যেসব ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিক তাদেরও সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের জন্যও হজ পালনের সুযোগ নেই। সৌদি আরবসহ ১৬ আরব দেশে ইসরাইলি নাগরিকদের প্রবেশ করতে দেয়া হয় না বিধায় এ নিয়ম।
ফিলিস্তিনিরা সৌদি আরবের এ নীতি পরিবর্তনের জন্য বিভিন্ন স্থানে আবেদন জানিয়েছেন। তবে তাতে এখনো কোনো সাড়া মেলেনি।