চুম্বনের স্বপ্নের পিছনের রহস্য ফাঁস করলেন ‘স্বপ্ন’ বিশেষজ্ঞ!
অনলাইন ডেস্ক : স্বপ্নে চুম্বন এক অতি পরিচিত বিষয়। আমরা প্রায় প্রত্যেকেই এ বিষয়ে অভিজ্ঞতালব্ধ। স্বপ্নপ্রতীক নিয়ে চর্চা করেন যাঁরা, তারা এ নিয়ে বিবিধ ব্যাখ্যা উপস্থিত করেন। সম্প্রতি মার্কিন স্বপ্নবিদ রিচার্ড হাল, যিনি রিচার্ড রিকি হাল নামেই পরিচিত, চুম্বনের স্বপ্ন ও সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
হাল’র মতে, চুম্বন এক অতি প্রাচীন সম্ভাষণ পদ্ধতি। পৃথিবীর প্রায় সর্বত্রই প্রেম আর বন্ধুত্বের চিহ্ন বহন করে চুম্বন। সুতরাং চুম্বনের স্বপ্ন দেখা যেকোন সংস্কৃতিতেই সম্ভব। কিন্তু স্বপ্নব্যাখ্যার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন-
কাকে চুম্বন করা হচ্ছে, দেহের কোন অংশে চুম্বন করা হচ্ছে, চুম্বনের চরিত্রটি কী রকম, স্বপ্নে চুম্বনের কালে দ্রষ্টার মানসিক অবস্থা। উপরের শর্তগুলিকে মাথায় রেখেই হাল তার ব্যাখ্যা পেশ করছেন। তার মতে-
১। স্বপ্নে কারও ওষ্ঠ চুম্বনের অর্থ আধ্যাত্মিক সংযোগ। অনেক সময়ে এই ধরনের চুম্বন-স্বপ্ন কোনও চুক্তি স্বাক্ষরকেও ইঙ্গিত করে।
২। অন্য কারও প্রেমিক বা প্রেমিকাকে চুম্বন করছেন, অন্যের স্ত্রী বা স্বামীকে চুম্বন করছেন, এমন স্বপ্নের অর্থ এই যে, দ্রষ্টা কোন নতুন সম্পর্কে প্রবেশ করতে চাইছেন।
৩। অপছন্দের কোন ব্যক্তিকে চুম্বনের স্বপ্ন দেখলে বুঝতে হবে, কেউ আপনাকে দিয়ে এমন কোনও কাজ করিয়ে নিতে চাইছে, যা আপনি করতে চান না।
৪। যদি স্বপ্নে কেউ গভীর চুম্বন প্রত্যক্ষ করেন, তা হলে ধরতে হবে, তাঁর জীবনে প্যাশনের অভাব রয়েছে। তিনি আরও বেশি প্যাশন আশা করছেন।
৫। মা অথবা মাতৃস্থানীয়া কারওকে সশ্রদ্ধ চুম্বনের দৃশ্য ভবিষ্যতে সম্মান লাভের ইঙ্গিত বহন করে।
৬। কোনও শিশুকে চুম্বনের স্বপ্নদৃশ্য পারিবারিক পুনর্মিলনের সম্ভাবনা ব্যক্ত করে।
একই সঙ্গে হাল দেহের বিভিন্ন অঙ্গে চুম্বনের স্বপ্নের ব্যাখ্যাও দিয়েছেন। যেমন-
১। হাত-
কারও হাতে চুম্বনের দৃশ্য স্বপ্নে দেখলে বুঝতে হবে, সেই ব্যক্তির সঙ্গ আপনার পক্ষে স্বস্তিদায়ক।
২। পা-
কারোর পা বা পায়ের পাতায় চুম্বনের স্বপ্ন দ্রষ্টার বিনয়ী চরিত্রকে প্রকাশ করে।
৩। কপাল-
কারোর কপালে চুম্বনের স্বপ্নদৃশ্য থেকে বোঝা যায়, ওই ব্যক্তির প্রতি দ্রষ্টা বিরক্ত।
৪। গাল-
কারও গালে চুম্বনের দৃশ্য এই কথাই জানায় যে, সেই ব্যক্তির সঙ্গে দ্রষ্টার প্রীতির সম্পর্ক বিদ্যমান।
৫। গলা-
কারও কণ্ঠে চুম্বনের দৃশ্য স্বপ্নে দেখলে বুঝতে হবে, আপনার মধ্যে বাসনার আধিক্য দেখা দিয়েছে।
একই সঙ্গে হাল স্বপ্নদ্রষ্টার মানসিক অবস্থারও ব্যাখ্যা করেছেন-
১। স্বপ্নে চুম্বনের সময়ে যদি দ্রষ্টা ভয় পান, তা হলে ধরতে হবে তিনি নিজেকে নিয়ে সংশয়ে রয়েছেন।
২। যদি স্বপ্নের চুম্বন আগ্রাসী চরিত্রের হয়, তা হলে ধরতে হবে, দ্রষ্টার যৌন বাসনা তীব্র হয়ে উঠেছে।
৩। স্বপ্নের চুম্বন যদি প্রেমপূর্ণ হয়ে যাকে, তা হলে বুঝতে হবে দ্রষ্টার জাগ্রত জীবন সমস্যাকীর্ণ।