সিরিজ জয় নিশ্চিতের পর যা বললেন মাশরাফি
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের চেয়ে আরো শক্তিশালী নৈপুণ্য উপহার দিয়েছে টাইগার ক্রিকেটাররা। এমন আধিপত্য বিস্তারকারী জয়ের পর স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে স্বাগতিক শিবিরে। অধিনায়ক মাশরাফির কন্ঠেও ঝরল তারই প্রতিধ্বণী, ‘আমরা জানতাম এই উইকেটে ব্যাটিং করাটা বেশ সহজ। রাতে প্রচুর শিশির থাকবে, যে কারণে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওরা যেভাবে ব্যাট করছিল তাতে বড় স্কোর হতে পারত। তবে এরপরও আমরা ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছি। এজন্য বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে সাইফউদ্দিন অনেক ভালো করেছে।’
প্রথম ম্যাচের চেয়ে দলের পারফর্ম্যান্স বেশি ভালো ছিল, এ কথার প্রতিক্রিয়ায় জানালেন, ‘হ্যাঁ আমরা গত ম্যাচের চেয়ে ভালো করেছি। ব্যাটসম্যানরা ভালো করেছে। সবাই প্রচুর রান পেয়েছে। তারপরও আমার মনে হয়, উন্নতির জায়গা আছে। আমাদের ওপেনাররা ভালো শুরু এনে দিয়েছে। এরপর দুজনই ৮০ ও ৯০ এর ঘরে আউট হয়েছে। ইমরুল ও লিটনকে এ বিষয়ে সতর্ক হতে হবে। পরবর্তীতে এমন ইনিংসগুলোকে শতরানে পরিণত করার সুযোগ হাতছাড়া করা চলবেনা। কারণ সেঞ্চুরি সবসময়ই সেঞ্চুরি। এটা অনেক বড় কিছু।’
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় প্রসঙ্গে বললেন, ‘ভালো লাগছে। আমরা ভালো খেলছি। জয়ের এই ধারাটাই আমাদের অব্যাহত রাখতে হবে। পারফর্ম্যান্সকে আরো ভালো করার দিকে নজর দিতে হবে।’ তৃতীয় ম্যাচেও মানসিকভাবে এগিয়ে থাকার ইঙ্গিত পরিষ্কার বোঝা গেল টাইগার অধিনায়কের কথায়।