এমন বেকুব ডাকাতও পৃথিবীতে আছে!
ভাবছেন এটা কোন সস্তা রসিকতা! মোটেই নয়। সম্প্রতি এমনটাই ঘটেছে বেলজিয়ামের শার্লেরোয় শহরে। দিদিয়েরের ই-সিগারেটের দোকানে এক সকালে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতদল।ভীত সন্ত্রস্ত দোকান মালিক তখন ডাকাতদের অনুরোধ করে বলেন, তারা যদি বিকালের দিকে আসে, তবে ২ থেকে ৩ হাজার ইউরো দিতে পারবেন।মুখোশ পরা একদল ডাকাত ঢুকলো একটা দোকানে। হতচকিত দোকান মালিক তাদের বললেন, এখন তো দিনের শুরু। ক্যাশে তেমন কিছু নাই।
যদি দিনশেষে আসেন, তাহলে ভালো হয়। ডাকাতরাও সরল বিশ্বাসে তখন চলে যায়। দোকান মালিকের কথা মতো ফিরে আসে দিনশেষে।ডাকাতদের এমন কাণ্ডে সাড়া পড়ে গেছে গোটা বেলজিয়ামে। গোটার বিশ্বের কিনা তা নিশ্চিত না হলেও, বলা হচ্ছে বেলজিয়ামের সবচেয়ে বেকুব এবং অযোগ্য ডাকাত এরা।সবাইকে অবাক করে দিয়ে ডাকাতরা চলে যায়। এরপর দোকান মালিক পুলিশে খবর। সব শুনে অবাক হলেও পুলিশের ধারণা ছিলো তারা আর ফিরবে না। কিন্তু বিকাল সাড়ে ৫টার দিকে যখন ডাকাতরা ফিরে আসে,
তখন দিদিয়ের তাদের বলেন দোকান বন্ধ হতে আরও এক ঘন্টা বাকি। এরপর যখন সন্ধ্যায় সাড়ে ৬টায় তারা আবার যায়, তখনই তাদের পাকড়াও করে ফেলে অপেক্ষায় থাকা পুলিশ।