এক মাসে অতিরিক্ত চুল পড়া বন্ধ করুন আলুর রস ব্যবহার করে
আজকের শিরোনাম পরে নিশ্চয়ই ভাবছেন ‘ আলু চুল পড়া আটকাবে?’ আজ্ঞে হ্যাঁ। আলুর উপকারিতা রূপচর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা অনেকের আজানা। আলুর রস মাথার মরা কোষকে পরিষ্কার করে তা থেকে চুল গজাতে সাহায্য করে। আজ একটি হেয়ার প্যাকের সম্পর্কে বলছি যা আমি নিজেও ব্যবহার করি।
আলু, মধু ও ডিমের হেয়ার প্যাক : এই হেয়ার প্যাকটি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো সম্ভব। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই ভালো ফল পাবেন। সপ্তাহে দুবার করে এটি এক মাস টানা ব্যবহার করুন। অতিরিক্ত চুল পড়া কমবে কথা দিলাম।
উপকরণ
একবাটি আলুর রস
দু চামচ মধু
ডিমের সাদা অংশ
কি ভাবে ব্যবহার করবেন : আলুর রস, মধু ও ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিন একটি পাত্রে। চুলের প্যাকটি ভালো করে লাগিয়ে হাত দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। দু ঘণ্টা প্যাকটি লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করুন একমাস। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর ঘরোয়া টিপস