আশুগঞ্জের খাড়াসারে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খাড়াসারে উদ্বোধন হয়েছে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ। শুক্রবার জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে খাড়াসার জামে মসজিদ নামে মসজিদটি উদ্বোধন করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পেশ ঈমান মুফতি এহসানুল হক জিলানী।
আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের খাড়াসার গ্রামে প্রায় ১কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে ৬ শতাংশ জমির উপর আড়াই হাজার বর্গফুটের দ্বিতল বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়। মসজিদটির গ্লাসের তৈরী দৃষ্টিনন্দিত কারু কার্য দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো। আশুগঞ্জ উপজেলা খাড়াসার গ্রামের কৃতিসন্তান ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মাসুদ আলমের পরিকল্পনা ও তত্ত্ববধানে এবং গ্রামবাসীর সহযোগীতায় নির্মিত হয় মসজিদটি।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট মুরব্বী দানু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।