ব্রাহ্মণবাড়িয়ায় শিশুবান্ধব প্লাটফর্ম-এর কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক : বাংলাদেশ শিশু একাডেমি এবং ন্যাশনাল চিলড্রেন”স টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর কার্যক্রমকে গতিশীল করতে এবং জেলার শিশুদের উন্নয়নে ভূমিকা রাখতে শিশু বান্ধব প্লাটফর্ম এর কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে শিশু বান্ধব প্লাটফর্ম ব্রাহ্মণবাড়িয়ার কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন হয়।
এতে পদাধিকারবলে জেলা প্রশাসক প্রধান উপদেষ্টা, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপদেষ্টা থাকবেন। বিশিষ্ট সমাজসেবক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে সভাপতি করে ২৫ সদস্য বিশিস্ট কার্য নির্বাহী কমিটি গঠন হয়েছে। এতে সহ-সভাপতিরা হচ্ছেন-বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক ডাঃ মোঃ আবু সাঈদ,সমাজসেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও,বিশিস্ট চিকিৎসক- ডাঃ ডিউক চৌধুরী। সদস্য সচিব হয়েছেন -জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আখতার ,কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন – জেলা শিক্ষা অফিসার(সরকারী কর্মকর্তা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(সরকারী কর্মকর্তা),সরকারী শিশু পরিবারের তত্বাবধায়ক(সরকারী কর্মকর্তা), গোলাম মহিউদ্দিন খান খোকন (সমাজসেবক), আলহাজ্ব আজিজুল হক (ব্যবসায়ী প্রতিনিধি), কবি জয়দুল হোসেন(সাহিত্য সংস্কৃতি), সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত(নির্বাচিত জনপ্রতিনিধি), আল আমীন শাহীন(সাংবাদিক),আ.ফ.ম কাউসার এমরান(সাংবাদিক),এড. লোকমান হোসেন (আইনজীবি),ক্বারী আনিছুর রহমান(ধর্মীয় প্রতিনিধি),শামীমা সিকদার (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি),এস.আর ওসমান গণি সজীব (সংগঠক),নীহার রঞ্জন সরকার (সংগঠক), মনির হোসেন(সংগঠক),মোহাম্মদ মেহেদী হাসান অন্তর(সংগঠক),মোঃ হেদায়েতুল আজিজ মুন্না(সংগঠক),টমাস তুহিন দাস (এনজিও প্রতিনিধি),সাফায়াত জামিলনওশান (স্থানীয় যুবক), আব্দুল আজিজ অনিক(স্থানীয় যুবক)।