শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

‘মোকতাদির চৌধুরী এমপি’র চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাধিকার বাসষ্ট্যান্ডের তালপট্টি’তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিল্লাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন।

সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া শিপু, মাছিহাতা ইউপি যুবলীগের সভাপতি শাহানুর ভ‚ইয়া শাহীন, সুলতানপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিন আহমেদ, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আজাদ ভ‚ইয়া, জেলা যুবলীগের সদস্য মোঃ আনোয়ার খান বাবু প্রমুখ।

সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার মোকতাদির চৌধুরী এমপি’র চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও ধারাবাহিকতা রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া বাধাগ্রস্থ হলে দেশের উন্নয়ন হবে না, সমাজের উন্নয়ন হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে যদি লুটপাটের দল বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের সার্বিক উন্নয়নসহ ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত জনপদের উন্নয়ন আরো পিছিয়ে যাবে। বক্তারা নিজেদের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা মোকতাদির চৌধুরী এমপি’কে বিজয়ী করে তাঁর গৃহীত উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানান।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এরশাদ’র আগমন সফল করতে আজ নবীনগরে জাতীয় পার্টি প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দু পক্ষের সংঘর্ষে ১জন নিহত, আহত ১০

নারীসহ ৪ মাদক কারবারী আটক: ৩৬০পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল-রেঁস্তোরায় অস্বাস্থ্যকর খাদ্য ,হুমকির মুখে জনস্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুবান্ধব প্লাটফর্ম-এর কার্যক্রম শুরু

আশুগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ জড়িত সকলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত

নাসিরনগর ডিগ্রি কলেজকে জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকের বিদায় ও বরণ অনুষ্ঠান