ফেক আইডি বন্ধে থানায় ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি খুলে কে বা কারা চালাচ্ছেন। এই ফেক আইডি থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বিএনপি মহাসচিব।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ওসি মাহমুদুল হক বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে বলেও জানান ওসি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।