আমার মেয়ে ডিনামাইটের মতো: ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক : জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদে নিজ মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে নিয়োগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এ পদে নিয়োগ পেলে ডিনামাইটের মতো কাজ করতে পারবে ইভাঙ্কা। বিবিসি, সিএনএন।
মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের পদ থেকে পদত্যাগ করেন নিকি হ্যালি। তিনি যুক্তরাষ্ট্রের এত উচু পদে দ্বায়িত্ব পালনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার আকস্মিক পদত্যাগের পর পরবর্তী দূত কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
এখন শূন্য পদে নিজের মেয়েকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। যদিও পরে নিজেকে শুধরে নেন তিনি। বলেন, এমন কোনো পদক্ষেপ নিলেই বিরোধীরা স্বজনপোষণের অভিযোগে সরব হবে।
ট্রাম্প বলেন, ‘জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ইভাঙ্কা ‘ডিনামাইট’এর মতো কাজ করতে পারবে। তবে আমি বলছি না যে আমি তাকেই নিযুক্ত করব। কারণ তাহলে অনেকেই ‘স্বজনপ্রিয়তা’ করার অভিযোগ তুলবে।’