আশুগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ জড়িত সকলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ জড়িত সকলের ফাসিঁর দাবীতে প্রতিবাদ করেছে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ১০ অক্টোবর বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ্আশুগঞ্জের রেলগেইটে প্রতিবাদ আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সাঈদুর রহমান, গিয়াস উদ্দিন বাদল, নাছির মিয়া, মনির শিকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ রাসেল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান বকুল, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাসান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিন শিকদার, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, র্দূগাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন,উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম.জে আরমান, জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহম্মেদ রনি, দপ্তর সম্পাদক তানভীর আজাহার, ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান হৃদয়। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম তোফায়েল আলী রুবেল।
সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাসিঁসহ ও জড়িত সকলের ফাসিঁর দাবী জানান বক্তারা। তাই দ্রুত সরকার আপিল করতে আহবান জানিয়েছেন।