ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা বাতিলসহ ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সভাপতি উমর ফারুক জীবন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, ’সড়ক পরিবহণ আইন ২০১৮’তে এমন কিছু বিষয় ও ধারা যুক্ত করা হয়েছে যা পরিবহণ শ্রমিকদের জীবন এবং জীবিকাকে জটিল করেল তুলবে। ৭০ লক্ষ পরিবহণ শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবহণ শ্রমিকদের অবদানকে স্বীকৃতি না দিয়ে তাদেরকে অপরাধী এবং প্রতিপক্ষ ভেবে আইন প্রণয়ন করা হয়েছে।
তারা এই আইনের সংশোধনের জোর দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।