২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা…
স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের ১২তম আসরটি আগামী ৩০ শে মে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশও তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ম্যাচটি হবে জুনের ২ তারিখে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন। ১৯৯২ সালের বিশ্বকাপের ফরমেটে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা।
যার শুরুটা হবে লন্ডনের ওভালে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি হবে ৫ জুলাই তারিখে।
এরই সাথে প্রথমবারের মত ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে কোন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে লর্ডসে একটি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা।
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি : ২ জুন, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল। ৫ জুন, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল (দিবারাত্রি)। ৮ জুন বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কার্ডিফ। ১১ জুন বাংলাদেশ বনাম শ্রীলংকা, ব্রিস্টল। ১৭ জুন।। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ট্যান্টন। ২০ জুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, নটিংহ্যাম। ২৪ জুন বাংলাদেশ বনাম আফগানিস্তান, সাউদাম্পটন। ২ জুলাই বাংলাদেশ ভারত, বার্মিংহাম। ৫ জুলাই বাংলাদেশ বনাম পাকিস্তান, লর্ডস।
তাছাড়া ৯ জুলাই ও ১১ জুলাই ওল্ড ট্রাফোর্ড ও এজবাস্টনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।