কুকুরের জন্য বাড়ি কোটি টাকা ব্যয়ে!
অনলাইন ডেস্ক : বসবাস উপযোগী বিভিন্ন ডিজাইনের বাড়ি বানাই আমরা। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই বাড়ি বানানোর আগে সাধ্যমতো চেষ্টা করি যেন বাড়িটা দক্ষিণমুখি করিডোর, খোলা জানালা, বাচ্চাদের জন্য আলাদা রুম, একটা গেস্ট রুমসহ প্রত্যেকটা রুম যেন গোছানো-পরিপাটি থাকে।
সাধ্যের মধ্যে আরামদায়ক বাড়ি করাই সবার কাম্য। তবে যাদের সাধ্য আছে তারা ভাবেন, খরচ একটু বেশি হলে হোক। ১,৭০,০০০ ডলার খরচ করে মানুষের জন্য বিলাসবহুল বাড়ি বানানো হলে বিস্ময়ের কিছু নেই। কিন্তু তা যদি হয় কুকুরের জন্য, তাহলে বিস্মিত না হয়ে কি আর থাকা যায়?
একটি ব্রিটিশ ডিজাইন কোম্পানি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি বানিয়েছে কুকুরের জন্য, যা বিক্রি করা হয় লক্ষ লক্ষ ডলারে! ম্যানোরস নামের এক কুকুরের জন্য এমনই এক বাড়ি বানানো হয়েছে যেখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, চিকিৎসা-পত্র, টেলিভিশন এবং কনফারেন্সে কথা বলার ব্যবস্থা।
প্রতিটি বাড়িতে রয়েছে দু’টি করে রুম, একটি বসার ঘর এবং আরেকটি শোবার ঘর। রুমগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে গুণগতমান সম্পন্ন কাঠ, দামি মারবেল এবং অ্যালুমিনিয়াম।
চেসারভিত্তিক ডিজাইন কোম্পানি ‘হেকট ভেরোনা’-র প্রায় চার মাস সময় লেগেছে ক্রিশ্চিয়াল ভিলা, রোমান ইমপেরিয়াল ম্যানশন এবং স্প্যানিশ পালাসির কুকুরদের জন্য বাড়িগুলো তৈরি করতে।
এই কুকুরগুলোর আকার, উচ্চতা অনুযায়ী জানালা রয়েছে। তাছাড়া তারা যেন ভেতর থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পারে বাড়িগুলো সেভাবেই তৈরি করা হয়েছে। বাড়িগুলো ক্রয় করতে আপনাকে ৩০,০০০ ডলার থেকে প্রায় ১,৭০,০০০ ডলার পর্যন্ত গুণতে হবে।
মিস ইউলিয়াম বলেন, ‘কুকুর হলো আমাদের পরিবারের অংশ এবং তারাও তাদের নিজেদের বাড়ি আশা করে। এখন আমাদের উদ্দেশ্য হলো রাজকীয় এবং দেখতে ভালো এমন একটি বাড়ি তৈরি করা যেটি বাগানে স্থাপন করলে দারুণ লাগবে।’
তিনি আরও বলেন, ‘যারা কুকুর ক্রয় করেন তাদের কুকুর সাধারণত বাড়ির ভেতরে থাকে। আমারা তাদের প্রিয় পোষা প্রাণীগুলোকে বাড়ির ভেতরে বাহিরের চেয়ে বেশি আরাম দে’য়ার জন্য কাজ করছি। তাহলে কুকুরগুলো বাহিরেও বেশি সক্রিয় থাকবে। সূত্র: iheartdogs