রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে এক মঞ্চে আওয়ামীলীগের ছয় মনোনয়ন প্রত্যাশী

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন উপলক্ষে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিকালে পূর্বভাগ এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া- কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকসহ দলীয় নেতাকর্মীর মুত্যৃতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছয়জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। তারা হলেন প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের সহধর্মীনি দিলশাদ আরা বেগম মিনু, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, বাংলাদেশ আওয়ামী প্রজম্মলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইখতেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ,জেলা কৃষকলীগের নিবার্হী কমিটির সদস্য মোঃ আলী আশ্রাফ।

?

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ, প্রয়াত সাবেক উপজেলার চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুরের মেয়ে রুমা আক্তার, জেলা পরিষদ মহিলা সদস্য শাহিন আক্তার খানম, আওয়ামীলীগ নেতা এডভোকেট মজিবুর রহমান, হাজ্বী গোলাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোস্তাক আহমেদ, মনির হোসেন, শেখ রোমান, মারুফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে এডভোকেট রেজাউল হক আমজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মনোনয়ন প্রত্যাশী তাদের বক্তব্যে বর্তমান সাংসদের সমালোচনা করে বলেন দলের ত্যাগী, নেতৃত্বগুনাবলী সম্পন্ন পরীক্ষিত ১১ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য শেখ হাসিনার সুদৃষ্টি প্রার্থনা করেন। উপস্থিত জনতার সামনে তারা আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী অবদানের কথা উল্লেখ করে নৌকা প্রতীকে ভোটও প্রার্থনা করে।