আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যাবসায়ির কারাদন্ড
আখাউড়ার প্রতিনিধি : আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে শাহাবুদ্দিন (৩৫) ও জমিলা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়িকে শাস্তি দেয়া হয়েছে। আজ শনিবার বিকাল ৩টায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট জেসমিন সুলতানা।
জানাগেছে, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় আজমপুর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় শাহাবুদ্দিন ও জমিলা বেগমকে আখাউড়া আজমপুর থেকে ভ্রাম্যমান আদালত আটক করে । নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই শাহবুদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জমিলা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটকৃত শাহাবুদ্দিন আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের তালেব হোসেনের পুত্র এবং জমিলা বেগম একই ইউনিয়নের আমোদাবাদ গ্রামের সফর আলীর স্ত্রী।
সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানিয়েছেন।