জিন্স নতুনের মত রাখতে ধোয়ার সময় মেনে চলুন এই নিয়মগুলো!
ডেস্ক রিপোর্ট।। ফ্যাশন সচেতন নারী ও পুরুষের কাছে জিন্সের জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু অনেকেরই পছন্দের জিন্সটি দীর্ঘদিন টিকে না। কারণ এর যত্ন নেয়ার আছে নিদিষ্ট কিছু নিয়ম যাতে তা থাকবে একেবারে নতুনের মত। তাই এখনই জেনে নিন কৌশলগুলো।
পরিষ্কার করার আগে উল্টে নিন জিন্সটি। এতে সরাসরি সাবানের সংস্পর্শে এসে নষ্ট হয় না এর রং। রোদের হাত থেকে রং বাঁচাতে শুকাতেও হবে উল্টো করে।
জিন্স ভাল রাখতে তা কখনোই ওয়াশিং মেশিনে পরিষ্কার করবেন না। বরং ওয়াশিং মেশিন জিন্সের কাপড়ের সুতার ক্ষতি করে। ভাল ডিটারজেন্টে ডুবিয়ে হাতেই ধুয়ে ফেলুন।
অনেক সময়ই জিন্সে লাগা দাগ উঠতে চায় না সহজে। এমন হলে পানির সঙ্গে একটু লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণ পুরনো টুথব্রাশের সাহায্যে ঘষুন দাগের জায়গায়। তার পর তা ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে।
তেলের দাগ পড়লে কিন্তু তা শুধু সাবানে উঠবে না। এর জন্য বেবি পাউডার দাগের উপর অনেকগুলো মাখিয়ে রাখুন। আর এভাবেই রেখে দিতে হবে ১ দিন। তারপর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। দেখবেন পাউডার তেলের দাগ শুষে নেবে।
জিন্সের ভাঁজ ও এর কাপড় ভাল রাখতে ধোয়ার পরেই ইস্ত্রি করুন। একটি জিন্স চার দিন পড়া হলেই তা ধুয়ে দিন।