বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে গাঁজা-আতশবাজিসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জ্বালানী মন্ত্রনালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রেবাস থেকে ১শ ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে উপজেলার কামালপুর, কসবা পৌর সভা ও গোপীনাথপুর থেকে দুইটি মাইক্রোবাস দিয়ে পাচারকালে ১৮৬ কেজি গাজাঁ ও ৬ হাজার পিচ আতশবাজি জব্দসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বহন করা দুইটি মাইক্রেবাস ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২ ও ঢাকা মেট্রো-চ- ১১-৪১৮৮ আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ জাকির হোসেন (২০), মোঃ সিয়াম (২২), মোঃ রিপন (২৪), ও ইসমাইল মিয়া (৩০), পিতা-মোঃ কাইয়ুম, কসবা পৌরসভা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কসবা থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।