জাতীয় শিক্ষা সপ্তাহে ৫টি ইভেন্টে জেলায় শ্রেষ্ট হয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৫টি ইভেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ হয়েছেন। আজ সোমবার(১৬ জুলাই)ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের উদ্যোগে তাদেরকে সনদপত্র ও পুরস্কৃত করা হয়। ৫টি ইভেন্টের মধ্যে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরবিন্দু গোপ।এছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দীপ্তি চৌধুরী ।
দীপ্তি চৌধুরী কবিতা আবৃত্তিতে ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যেও শ্রেষ্ঠ হয়েছেন। একেই বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র আলিশান প্রবাহ জেলার শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন। নিজ মনন ও মেধা দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮-তে তারা এ গৌরব অর্জন করেন।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫টি ইভেন্টে ৩জন জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নিবার্চিতদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।