ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। এ সময় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, হোটেল রেস্তুরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা বাজার কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাসহ জেলার বিভিন্ন ব্যবসায়ীকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।