বৃহস্পতিবার, ৫ই জুলাই, ২০১৮ ইং ২১শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

যেভাবে অসম্ভবকে সম্ভব করলো বেলজিয়াম (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকের দুই গোলে এগিয়ে গিয়েছিল জাপান। দ্রুত দুই গোল শোধ করে সমতা ফিরে বেলজিয়াম। ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে করা ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেনের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে বেলজিয়াম।

এরপর ৭৪ মিনিটে ভেট্রোনঘেনের হেড থেকে জাপানের ডি বক্সের জটলায় থাকা মিডফিল্ডার ম্যানইউ তারকা মারুয়ানে ফেল্লাইনির দারুণ হেডে পাওয়া গোলে ২-২ গোলের সমতায় ফিরে বেলজিয়াম। খেলা ৯০ মিনিট শেষ হবার ইনজুরি সময়ের ৪ মিনিটের মাথায় জাপানের বিপক্ষে ৩য় গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম। এ যেন এক অসম্ভবকে সম্ভব করা জয় ছিনিয়ে নিয়েছে বেলজিয়াম।

এর আগে বিরতি থেকে ফিরে মুহূর্তের মধ্যে বেলজিয়ামের জালে দুইবার বল জড়াল জাপান। প্রথমার্ধে ৪৮ মিনিটে প্রথম গোলটি করলেন হারিগুচি। ৫২ মিনিটে জাপানি মিডফিল্ডার তাকাশি ইনুয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

দেখুন মাত্র ২ মিনিট ১০ সেকেন্ডে যেভাবে অসম্ভবকে সম্ভব করলো বেলজিয়াম

Print Friendly, PDF & Email