[bangla_day], [english_date] [bangla_date]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলসার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো গুলসার গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নাজমিন আক্তার(৫) এবং সদর উপজেলার চিনাইর গ্রামের সোহাগ চৌধুরীর ছেলে লামিম চৌধুরী(৭)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মৃনাল দেবনাথ বলেন, লামিম গুলসার গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে লামিম ও নাজমিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় বাড়ির লোকজনদের অগোচরে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সকল শিল্পীদের ঐক্যবদ্ধতায় সংস্কৃতি চর্চা গতিশীল হবে -পৌর মেয়র

জাতীয় দলে খেলার স্বপ্ন হোমনার ক্ষুদে মেসি দরিদ্র ইশিতার

ব্রিজই এখন আতংক,জনদূর্ভোগ চরমে 

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের বাম্পার ফলন

কোটা নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে’- ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

আহসান উল্লাহ মন্টু বাংলাদেশের ফুটবল জগতের একজন উজ্জল নক্ষত্র ছিলেন, মাহাবুবুল বারী চৌধুরী মন্টু