রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগর চাতলপাড়ে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এমপি ফরহাদ হোসেন সংগ্রাম

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম । আজ বুধবার (৩০‘মে)দুপুরে উপজেলার চাতলপাড় চকবাজারসহ পাশ্ববর্তী কয়েকটি স্থানে বসত বাড়িঘর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদী ভাঙ্গনে চকবাজারসহ বসত বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।

সংবাদ পেয়ে নদী ভাঙ্গন এলাকার অসহায় মানুষের পাশে গিয়ে তাদের কথা শুনেন বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,ইউনিয়ন পরিষদের সদস্যগন এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন ।

সরেজমিনে দেখা যায়,চাতলপাড় চকবাজার এলাকা প্রতিদিন মেঘনা নদীর ভাঙ্গনের শিকার হচ্ছে নদীর তীরবর্তী মানুষ । মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক পরিবারের বসত ঘরবাড়ি, ফসলী জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ফলে আতঙ্কে সময় পার করছেন ক্ষতিগ্রস্থরা।

Print Friendly, PDF & Email