রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির ইফতারে হামলার ঘটনায় এরশাদের নিন্দা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা এবং সংসদ সদস্য জিয়াউল হক মৃধার গাড়ি ভাঙচুরসহ রোজাদারদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

একই সঙ্গে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শনিবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ইতিপূর্বেও ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জনসমাবেশ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক বাধা দেয়া হয়েছে।

আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের

তিনি বলেন, যারা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হচ্ছে তারা সরকারি দলের নাম ব্যবহার করছে।

সেই একই সন্ত্রাসী গোষ্ঠী ৩১ মে তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা চালিয়ে রোজাদারদের আহত করেছে।

ওই সময় ইফতার মাহফিল হলে সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে। সে সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে হামলাকারীদেরই সহযোগিতা করেছে এবং মামলা নিতেও গড়িমসি করে।

কেন এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের

অবৈধ ব্যবসা-অস্ত্র-টাকার সমন্বয় ঘটলে ‘ফায়ারিং’ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না : ড. কামাল

সংবাদ গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে ফেসবুক

দ্য হিন্দুর প্রতিবেদন: নির্বাচনে ভারতের সমর্থন চেয়েছে বিএনপি

‘যত বার বলি বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’