সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক হলে দ্রুত কী করবেন?

ডা. সজল আশফাক: হার্ট অ্যাটাকের রোগীকে সঙ্গে সঙ্গে করনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সুবিধা রয়েছে, তেমন হাসপাতালে নিতে পারলে সবচেয়ে ভালো। সে ধরনের সুবিধা না থাকলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।

আজকাল প্রায় সব মেডিকেল কলেজে করনারি কেয়ার ইউনিট চালু রয়েছে। এ ছাড়া অনেক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকেও এ ধরনের সুবিধাদি রয়েছে।

আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!

হার্ট অ্যাটাকের রোগীকে অ্যাটাকের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে রোগীকে অনেকটাই বিপদমুক্ত করা সম্ভব, যদি তাকে ছয় ঘণ্টার মধ্যে স্টেপটোকইনেজ ইনজেকশন দেওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রাক্কালে রোগীর জিহ্বার নিচে একটি নাইট্রোগ্লিসারিন বা অ্যানাজিস্ট ট্যাবলেট দিয়ে নেওয়া যেতে পারে। অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকলে সেটাও দিতে হবে। শুধু ইসিজি করেই প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক সম্পর্কে সহজেই ধারণা নেওয়া যায়। এ ছাড়া আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীকে অনেক সময় বিপদমুক্ত করা সম্ভব হতে পারে। হার্ট অ্যাটাক মানেই যে অবধারিত মৃত্যু, তা কিন্তু নয়। অনেকেই হার্ট অ্যাটাকের পর সেরে ওঠেন।

লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

Print Friendly, PDF & Email