সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

নিজস্ব প্রতিবেদক: গণভবনে আত্মীয়দের সঙ্গে ইফতার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)সদস্যরা অংশ নেন।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।

ইফতারের আগে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের জ্যেষ্ঠ পেশ ঈমাম মুফতি মওলানা মিজানুর রহমান। এ সময় বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনাও করা হয় মোনাজাতে।

ইফতারে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

রোহিঙ্গা ইস্যুতে সন্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

দু’দিন আগে বাজেট পাস হবে এবার

বাজেটে নতুন করে কোনো কর আরোপ হবে না : অর্থমন্ত্রী