সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস ‘দোলনচাঁপা’ চালু

ডেস্ক রিপোর্ট : বেসরকারি উদ্যোগে রাজধানীতে শুধু নারীদের জন্য উদ্বোধন করা হল ৩৬ অাসন বিশিষ্ট এসি বাস সার্ভিস দোলনচাঁপা। বাংলাদেশের র‌্যাংস গ্রুপ এবং ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের যৌথ উদ্যোগে দোলনচাপা বাস সার্ভিসটি চালু করা হয়। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চলাচল করবে। প্রাথমিকভাবে মতিঝিল-মিরপুর রুটে চলবে সার্ভিসটি।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সার্ভিসের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, র‌্যাংস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ, র‌্যাংসমটরের ম্যানেজিং ডিরেক্টর সোহান রউফ চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ভলভো আইসারের কর্মাসিয়াল ভেহিক্যাল লিমিটেডের ভাইস প্রেসিন্ডেট এসএস গিলসহ প্রমুখ।

নতুন বাস সার্ভিস চালু উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘পর্যায়ক্রমে এরকম আরো ৬০টি বাস চালু করা হবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং জন-মানুষের ভোগান্তি লাগবে বেসরকারি খাত কিভাবে এগিয়ে আসতে পারে নারীদের জন্য বাস সার্ভিস চালু একটি উদাহরণ। র‌্যাংগস বিষয়টি আমাকে অবহিত করার সঙ্গে সঙ্গে এ সার্ভিস চালুর ব্যাপারে তাদের উৎসাহিত করেছি।’’

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী বলে, ‘‘আমরা দেখতে পারছি প্রতিষ্ঠানগুলোতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে। বেশি সংখ্যক নারী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। দোলনচাঁপা বাস সার্ভিস নারীদের কর্মক্ষেত্রে যাত্রা ও কর্মপরিবেশ আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে। আমি বিশ্বাস করি এ ধরনের পদক্ষেপগুলি আরও বেশি নারীকে তাঁদের উচ্চাকাঙ্ক্ষার দিকে পরিচালিত করতে উৎসাহিত করবে।’’

র‌্যাংগস মোটরের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী জানান, ‘‘আমরা প্রায়ই গণপরিবহনে যৌন হয়রানির খবর পড়ি এবং দেখি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ নারীর সমঅধিকার নিশ্চিত করেছে কিন্তু যতদিন পর্যন্ত গণপরিবহনের মতো সাপোর্ট সিস্টেমে নারীর নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে না পারছি ততদিন সব প্রচেষ্টাই অসম্পূর্ণ থাকবে এবং নারীদের ভোগান্তির শিকার হতে হবে।’’

তিনি আরো জানান, ‘‘গণপরিবহনে যৌন হয়রানি নিয়ে আমি অনেক নারীর সাথে কথা বলেছি। এবং তাঁরা সবাই সর্ব সম্মতভাবে এমন একটি সেবার প্রয়োজনীয়তা আমাকে জানিয়েছেন। একজন নারী হিসেবে আমি তাঁদের সমস্যার প্রতি সহানুভূতিশীল হয়েছি এবং আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এগিয়ে এসেছি। আমি আশা করবো আমাদের এই উদ্যোগকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারি উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা নারীর সত্যিকারের ক্ষমতায়নে এরকম আরো উদ্যোগ নিবেন। নিরাপত্তা নিশ্চিত না করে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।’’

আগামী ১৫ জুন থেকে আজিমপুর-মিরপুর রুটে সার্ভিসটি চলাচল শুরু করবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!

শিক্ষক রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা!

‘১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি, এবারও বাড়বে না’

শতভাগ ঈদ বোনাস দাবি বেসরকারি শিক্ষকদের

বাঁচানো গেলো না মিমকে

দুর্নীতি দমনে ‘পলিগ্রাফ পরীক্ষা’ চালু হচ্ছে কেনিয়ায়