ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবহার নিষিদ্ধ তিন হাজার কেজি পলিথিন জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবহার নিষিদ্ধ তিন হাজার কেজির মত নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের জগৎ বাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
আরও : ঈদের প্রস্তুতি
অভিযান চলাকালে জগৎ বাজারের মজিবুর ট্রেডার্সের গোদাম থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ৩ হাজার ২৪৬ কেজি ৬শ’ গ্রাম পলিথিন জব্দ করা হয়। এ গোদাম থেকে পুরো বাজারে পলিথিন সরবরাহ করা হতো। পরে ভ্রাম্যাণ আদালতের বিচারক গোদামে উপস্থিত থাকা কর্মচারী সবুজ মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি রায় ও জুবায়ের হাসান এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব।