‘সারা দেশে পূজামণ্ডপে র্যাবের নিরাপত্তা’
---
নিজস্ব প্রতিবেদক : ‘হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এবার সারা দেশে মোট ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে র্যাব সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। সকল ধরনের হুমকির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী এলাকায় একটি পূজামণ্ডপে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আছে। এটাকে ধরে রাখতে হবে। সারাদেশে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থকবে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য নজরদারিবাড়ানো হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, একই দিনে বিসর্জন ও আশুরা। সেই বিষয়টি লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। দুই ধর্মের দুটি বড় দিন থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ প্রস্তুতি নিয়েছে।