g অস্ত্র চুক্তি ও সিরিয়া বিষয়ে আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন পুতিন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১লা অক্টোবর, ২০১৭ ইং ১৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ত্র চুক্তি ও সিরিয়া বিষয়ে আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন পুতিন

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ইস্যু এবং গুরুত্বপূর্ণ একটি অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরফলে এ দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আঞ্চলিক দ্বন্দ্ব সত্ত্বেও সিরিয়ার আকাশ সীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভুপাতিত করাকে কেন্দ্র করে সৃষ্ট সংকট মিটমাট হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকেই রাশিয়া ও তুরস্ক ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। পুতিনের একদিনের আঙ্কারা সফরের প্রাক্কালে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া ও তুরস্ক অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে দেশটিতে চারটি নিরাপদ অঞ্চল গঠনের জন্য মস্কো ও আঙ্কারা চাপ দিয়ে আসছে। এদিকে ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ২শ’ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা যায়। তুরস্কের এ পদক্ষেপে জোটের মিত্র অনেক দেশ ক্ষুব্ধ হয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর