g রোহিঙ্গাদের জন্য আবারো ত্রাণ পাঠিয়েছে ভারত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১লা অক্টোবর, ২০১৭ ইং ১৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য আবারো ত্রাণ পাঠিয়েছে ভারত

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৃতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এবার ৭০০ টন ত্রাণ নিয়ে ভারতীয় নৌবাহিনীর ম্যাগার-ক্লাস অভিযান জাহাজ ‘আইএনএস গরিয়াল’ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে।

চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করা প্রক্রিয়া চলছে।

এবার পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুট ও মশারিসহ অন্যান্য জিনিস।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার চট্টগ্রাম বন্দরের এক নং জেটিতে এসব ত্রাণসমগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।

এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।

এ জাতীয় আরও খবর