g পতিতা চরিত্রে তানিন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১লা অক্টোবর, ২০১৭ ইং ১৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

পতিতা চরিত্রে তানিন

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা। টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। এবার প্রথমবারের মতো পতিতা চরিত্রে অভিনয় করলেন তানিন।

‘শুকনো পাতার নূপুর’ নামে নতুন ধারাবাহিক নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন শাহজাদা মামুন।

তানিন তানহা রাইজিংবিডিকে বলেন, ‘এবারই প্রথম পতিতা চরিত্রে অভিনয় করলাম। পরিচালক প্রথম আমাকে অন্য একটি চরিত্রে অভিনয় করতে বলেছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, এই চরিত্রটি একটু আলাদা। যেখানে নিজেকে নতুনভাবে দেখতে পাব।’

এ চরিত্রের জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা? জবাবে তানিন তানহা বলেন, ‘চরিত্রটির জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি। তবে সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে পর্যবেক্ষণ করা হয়নি। পতিতাদের জীবন নিয়ে পড়াশোনা করেছি। ইউটিউবে ডকুমেন্টারিসহ বিভিন্ন ভিডিও দেখে যতটা সম্ভব হয়েছে নিজেকে তৈরি করেছি।’

 

চরিত্র প্রসঙ্গে তানিন তানহা বলেন, ‘নাটকে এ চরিত্রটির শুরুতে দেখানো হয় আমি পতিতা। গ্রাম থেকে শহরে আসি। শহরে এসে কোনো কাজ পাই না। শহরে আসার পর বানরের খেলা দেখায় এমন এক লোকের সঙ্গে আমার পরিচয় হয়। লোকটি আমাকে পছন্দ করে কিন্তু আমার কথা হলো- তুমি আমার সঙ্গে কথা বলবে মানেই টাকা লাগবে। তা এক মিনিট বলো কিংবা ৩০ মিনিট। একটি ট্র্যাজেডির মাধ্যমে এ চরিত্রটি এগিয়েছে।’

তানিন তানহা ছাড়াও এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সিনথি রাজ, হিমি হাফিজ প্রমুখ। মানিকগঞ্জের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। আপাতত ১০৪ পর্বে নির্মিত হয়েছে নাটকটি। অক্টোবর মাস থেকে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারের কথা রয়েছে।

 

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণাধীন ‘ফাঁদ’ নামে নতুন ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন তানিন। এছাড়া বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘বিড়ম্বনা’ নাটকটি। এতেও কাজ করছেন এই অভিনেত্রী। তানিন অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হলো- ‘কারসাজি’, ‘লাইফ ইন এ মেট্টো’, ‘মেঘে ঢাকা শহর’ প্রভৃতি।